বোনারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম
বোনারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাইমদ সহ ৩ জনকে আটক করা হয়েছে৷

সোমবার ৭ জুলাই রাতে ১০ টা হতে ১২ টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়৷এসময় মাদক বিক্রেতা সুনীল বাবু (১৮) চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১) কে আটক করা হয়৷ 

সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপাশে অভিযান পরিচালনা করি এসময় মাদক বিক্রিতে জড়িত হাতানাতে ৩ জনকে আটক করা হয়৷ সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়৷ আমাদের অভিযান চলমান ৷আটককৃত ২৪০ লিটার দেশী চোলাই মদসহ তিনজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে৷

আপনার জেলার সংবাদ পড়তে