গাইবান্ধায় ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৫:০৮ পিএম
গাইবান্ধায় ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে তারা।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এনামুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শাফিউল আলম, সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র ঘোষ, সদস্য মো. সবুজ মিয়া, কাসেম আলী, রুবেল মিয়া, হান্নান মন্ডল, মাহবুবুর রহমান, ছাবিনা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা জানান, তাদের এই দাবিগুলো দীর্ঘদিনের এবং যৌক্তিক। দ্রুত এসব দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে