পিরোজপুরে শুদ্ধাচার কৌশল কর্মশালা

সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতে অঙ্গীকার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৫:৫৬ পিএম
সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতে অঙ্গীকার

পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  সনাক সভাপতি এম, এ, রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র সিই বিভাগের  ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর প্রেক্ষাপট, উদ্দেশ্য, অন্তর্ভুক্তি প্রতিষ্ঠান সমূহ এবং শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ, সুযোগ ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট এ সুদ্ধাচার সম্পর্কিত লক্ষ্যমাত্রা সমূহ এবং এই লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার এর গুরুত্ব, বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরনের সুপারিশ এবং করনীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত তিনি তার উপস্থাপনায় তুলে ধরেন। 

সূচনা বক্তব্যে সনাক সদস্য অধ্যাপক মোঃ শাহ আলম শেখ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতের মাধ্যমে একটি দুর্নীতি মুক্ত দেশ গঠন ও জনগণের অধিকার নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। 

সনাক সদস্য  সাংবাদিক খালিদ আবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূঞা জনি, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। কর্মশালায় ৪৪ টি সরকারি  এবং ০৬ টি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে