কালিয়াকৈর বিআরডিবির নির্বাচনের ফলাফল ঘোষণা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের ফলাফল প্রকাশ ও বিশেষ সাধারণ সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, গত ২৬ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়৷ নির্বাচনে ৮ টি পদের বিপরীতে ১৪ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়৷ এরমধ্যে ১২ টি মনোনয়নপত্র জমা পড়ে৷ পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি মনোনয়ন ৭ টি মনোনয়ন বৈধতা পায়। পরবর্তীতে বৈধকৃত পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২ (১) বিধি অনুযায়ী সভাপতি, সহ সভাপতিসহ ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷
ঘোষণা অনুয়ায়ী কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি'র) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টান সূত্রাপুর জাগরন কৃষক সমবায় সমিতি লিমিটেডেট আনারস প্রতীক নিয়ে মো: মোফাজ্জল হোসেন। মাছ প্রতীক নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো: সফিকুল ইসলাম।
নতুন কমিটির সদস্যরা হলেন, নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ মোঃ আঃ করিম, বাঁশতলী দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ মো: আরিফুল ইসলাম, কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ মো: নাজমুল হক, লতিফপুর প: মহিলা সমবায় সমিতি লিঃ ফরিদা আক্তার।
উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা সমবায় অফিসার সাবিরা খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লা।