বাজিতপুরে একজন রহস্যজনক খুন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৬:০৯ পিএম
বাজিতপুরে একজন রহস্যজনক খুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর সাতানী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ৫ সন্তানের জনক নমুজ আলী (৪৮) কে বা কাহারা খুন করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকালের দিকে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ও বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ধারনা করছেন হয়তোবা কেউ খুন করতে পারে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ঋষিপাড়ার লোকজন হয়তো নমুজ আলীকে খুন করতে পারে বলে এলাকায় অভিযোগ উঠেছে। লাশ ময়না তদন্তের জন্য আজ বিকেলে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নমুজ আলীর মাথার বামপাশে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দিতে আসেনি বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে