কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের সাধারণ গ্রন্থাগারটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল। সে বন্ধ যাওয়া সাধারণ গ্রন্থাগারটি আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান পুনরায় গ্রন্থাগারটি নতুন ভাবে জয়যাত্রা শুরু করেন। সাধারণ গ্রন্থাগারের সভাপতি ও বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে গ্রন্থাগারটি নতুন ভাবে চালু করা হয়। তবে পাঠকদের একটিমাত্র দাবী এ গ্রন্থাগারটি যেন সরকারি করণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সেনাবাহিনী সহ এলাকার সচেতন জনগন। সবিশেষে পুরষ্কার বিতরণ করা হয়।