শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৩

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৭ এএম
শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৩

শ্রীমঙ্গলে জুৃয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৩ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া চা বাগানের ফ্যাক্টরি লাইনের গন্ডিপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আকাশ বুনার্জি (২১), সঞ্জয় (২৭) ও  রুপক দাস (২১) কে গ্রেফতার করে। ওসি আমিনুল ইসলাম আরো জানান, অভিযানকালে জুয়া খেলার আসর হতে  ডিজিটাল ঝান্ডিমুন্ডি বোর্ড ১টি, ঝান্ডিমুন্ডি গুটি ৬টি, একটি প্লাস্টিকের চটের বস্তার মাদুর ও নগদ ৮৪০ টাকা জব্দ করে।  ওসি জানান, গ্রেফতারকৃত আসামীগন পেশাদার জুয়ারি। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে