চাটমোহরে নদী থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৭:২০ পিএম
চাটমোহরে নদী থেকে কন্যাশিশুর লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদী থেকে ভাসমান অবস্থায় ৪/৫ বছর বয়সী অজ্ঞাতনামা অর্ধগলিত এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাটেঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে,নদীর স্রোতে শিশুটির লাশ ভেসে এসেছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,লাশটি ভেসে এসেছে। এটি অর্ধগলিত। সম্ভবত ৫/৬ দিন আগের হবে লাশটি। লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে