বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি এখন তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও মাঝে মাঝেই প্রাণহানির খবর শঙ্কা বাড়াচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৫২৪ জনে। অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (৮ জুলাই) পর্যন্ত চলতি বছরের শুরু থেকে করোনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী এবং ১২ জন পুরুষ।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২৩৪টি নমুনা। এর মধ্যে আটজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এতে একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত ১০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৫১ জনের শরীরে।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট এক কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়, যা দেশের স্বাস্থ্যখাতে এক নতুন বাস্তবতা তৈরি করেছিল।
এদিকে, সোমবার (৭ জুলাই) ৩৩৪টি নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলেও সেদিন কারো মৃত্যু হয়নি। এর আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ১১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনাভাইরাস পুরোপুরি নির্মূল না হলেও আক্রান্তের সংখ্যা অনেক কমে এসেছে। তারপরও সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।