শেরপুরে ভেসে উঠলো গৃহবধুর লাশ

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২২ এএম
শেরপুরে ভেসে উঠলো গৃহবধুর লাশ

অবশেষে কথিত জি¦নের কথাই ঠিক হলো। বগুড়ার শেরপুরের ঝাঁজর ঘাটপার এলাকায় তিনদিন পর ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ভেসে উঠলো নিখোজ হওয়া গৃহবধু আয়েশার (২০) লাশ। খবর পেয়ে ধুনট থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দক্ষিণপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী আয়েশা গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে যান। তারপর আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্য ও গ্রামবাসীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও তাকে না পাওয়ায় উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের রফিকুল ইসলাম কবিরাজ কে গত মঙ্গলবার নিয়ে এসে জি¦ন হাজির করান। পরে কবিরাজ কথিত জি¦নের মাধ্যমে জানান যে দুইদিন পর ওই গৃহবধুর লাশ নদীতে ভেসে উঠবে। সেই অনুযায়ী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর ঘাটের উত্তর পাশে গৃহবধুর লাশ ভেসে ওঠার পর নদীর দুই পাশে হাজার নারী পুরুষ লাশটি দেখতে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন ধুনট থানায় খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ মো. ফাইজুল আলম বলেন, লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের পর অস্বাভাবিক মৃত্যু হলে মামলা দায়ের করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে