কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) আসিফ নামের আরও এক শিক্ষার্থীর লাশ ২৪ ঘন্টারও বেশি সময় পর সমিতি পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক শিক্ষার্থী।
বুধবার সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতি পাড়াস্থ সৈকতে এক যুবকের লাশ ভেসে আসে। এরপর সেই লাশটি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফের বলে নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত।
জানাগেছে, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে ওই লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন এটি আসিফ আহমেদেরই লাশ।
প্রসঙ্গত, সোমবার হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। এরা হলেন- কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এরআগে মঙ্গলবার সাবাবের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন বাকি দু’জন। বুধবার সকালে আসিফের লাশ ভেসে উঠে। এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।