চিরিরবন্দরে আ’লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০২:৫৫ পিএম
চিরিরবন্দরে আ’লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে আওয়ামীলীগ নেতা কতৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামের মৃত কচি মদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা মোঃ আবু বক্কর সিদ্দিক (৬২) দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববতি জনৈক মহিলার সাথে (৪০) শারীরিক সম্পর্ক করার জন্য চেষ্টা চালাতে থাকে। এক পর্যায়ে গত ২ জুলাই দিবাগত রাত ৮ টায় বাড়িতে স্বামী ও শ্বশুর না থাকার সুযোগে ওই আওয়ামীলীগ নেতা মহিলার বাড়িতে প্রবেশ করে ধর্ষন চেষ্টা চালায়। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ওই নেতা পালিয়ে যায়।

প্রতিবেশি খবির উদ্দিন ও মোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন থেকে ওই আওয়ামীলীগ নেতা এলাকার বিভিন্ন মহিলাকে কুপ্রস্তাব দেয়, সামনে দেখলেই নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে। ঘটনার দিন শত শত এলাকাবাসির শোরগোল শুনে ওই আওয়ামীলীগ নেতা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে পরবর্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কয়েকদিন পেরিয়ে গেলেও গত ৮ জুলাই মঙ্গলবার পর্যন্ত থানার ওসি মামলা রেকর্ড করেনি। 

থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, উক্ত ভূক্তভোগি মহিলা থানায় এজাহার দায়ের করেছেন। ওই আসামী বর্তমানে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে