চৌগাছায় কঠিনবর্জ্য ও মানব বর্জ্য শোধনাগার উদ্বোধন

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৫, ০৫:০৯ পিএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৪:২২ পিএম
চৌগাছায় কঠিনবর্জ্য ও মানব বর্জ্য শোধনাগার উদ্বোধন

যশোরের চৌগাছা পৌরসভার জিওলগাড়ী মাঠের মধ্যে পৌরসভার কঠিন বর্জ্য ও মানব বর্জ্য শোধনাগারের শুভ উদাবোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ডের জিওলগাড়ী গ্রামে এ শোধনাগারের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) জনাব তাসমিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন জনাব  শরিফুল আলম মন্ডল টিম লিডার ডিপিএইচই ঢাকা, জনাব ফেরদৌসি খাতুন সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল চৌগাছা উপজেলা,জনাব এস এম রুহুল আমিন সহকারী প্রকৌশলী চৌগাছা পৌরসভা,জনাব সাজ্জাদুজ্জামান উপসহকারী প্রকৌশলী চৌগাছা পৌরসভা,জনাব কাজী তামিম হাসান উপসহকারী প্রকৌশলী চৌগাছা ,এনজিও ফোরামের আঞ্চলিক পরিচাক জনাব লতিফুর রহমান, এছাড়াও পৌরসভার কর্মচারীগন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন পৌরসভার ক্যাশিয়ার জনাব কালিমুল্লাহ সিদদীক। টিম লিডার জনাব শরিফুল আলম তার বক্তৃতায় বলেন, পরিবেশের সুরক্ষায় আমাদের মাটি, পানি ও বাতাস রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যদি আমাদের বাসাবাড়ীর ময়লা ও সেপটি ট্যাংকির ময়লা যত্রতত্র নাফেলে পৌরসভা কর্তৃক নির্মিত বর্জ্য শোধনাগারে সরবরাহ করি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, এবং বিভিন্ন মহামারী রোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে