শৈলকুপার ধরমপাড়া গ্রামের রাস্তা নির্মান: ফিরল স্বস্তি

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৫:১২ পিএম
শৈলকুপার ধরমপাড়া গ্রামের রাস্তা নির্মান: ফিরল স্বস্তি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধরমপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে উপেক্ষিত একটি কাঁচা রাস্তা স্থানীয় সরকার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করেন এলাকার বাসিন্দারা। বছরের পর বছর ধরে কোনো সরকারি বরাদ্দ বা উদ্যোগ না আসায় গ্রামের ভাঙাচোরা কাদাযুক্ত রাস্তাটি ছিল চরম দুর্ভোগের কারণ।

অবশেষে এই স্থবিরতা ভেঙে এগিয়ে এসেছেন স্থানীয় জামায়াতঘেঁষা কয়েকজন সচেতন নাগরিক। তারা কোনো সরকারি সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রায় ৪০০ ফুট কাঁচা রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেছেন। মাটি, বালি ও ইট দিয়ে  চলাচলের উপযোগী করে তুলেছেন যাতায়াতের একমাত্র এই রাস্তাটি

স্থানীয় বাসিন্দা  জুলকারনাইন  জানান, “অনেক চেষ্টার পরেও  সরাকারি ভাবে কোনো সাড়া না পেয়ে আমরা নিজেরাই রাস্তাটি মেরামতের  উদ্যোগ নিয়েছি এবং এলাকাবাসীর সঙ্গে পরামর্শ করে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব তহবিল দিয়ে কাজ শুরু করি।” রাস্তা সংস্কারে ট্রাক ভাড়া, নির্মাণ সামগ্রী সংগ্রহ এবং স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দ্রুত কাজ সম্পন্ন হয়।

ধরমপাড়ার স্কুলপড়ুয়া শিক্ষার্থী ইকতিয়ার হোসেন বলেন, “আগে স্কুলে যেতে জুতা খুলে হাঁটতে হতো। এখন অন্তত পায়ে কাদা লাগে না।” আরেক বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, “রাস্তা তো আমাদের সবার। যে দল করুক না কেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

গ্রামবাসীদের মতে, তারা বহুবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। বর্ষা মৌসুমে স্কুলে যাতায়াত, রোগী পরিবহন কিংবা কৃষিপণ্য বাজারে নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। এই পরিস্থিতিতেই স্থানীয়ভাবে গড়ে ওঠে এক ব্যতিক্রমী উদ্যোগ, যা প্রমাণ করে-প্রশাসনের ব্যর্থতা ও রাজনৈতিক অবহেলার মাঝেও সাধারণ মানুষ নিজেরা এগিয়ে এলে অনেক কিছুই সম্ভব।

স্বেচ্ছায় সংস্কার কাজে অংশ নেওয়া অনেকেই জানান, এ কাজ রাস্তা সংস্কারের একক দৃষ্টান্ত নয়-এটি প্রশাসনিক কাঠামোর দীর্ঘস্থায়ী দুর্বলতার বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদও । রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নিজেদের দায়িত্ববোধের এই প্রকাশ আগামী দিনগুলোতে অন্য এলাকাগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে