বুধবার ভোরে ঝিনাইদহের শৈলকুপা চৌরাস্তা মোড়ে মাহিন টেলিকমে আগুন লেগে চার লক্ষ টাকার প্রতি আছে বলে জানা গেছে। দোকানের মালিক মিলন জোয়ার্দার জানান, আগুনে তার দোকানের কমপক্ষে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
তিনি আরো জানান, দোকানে থাকা মোবাইল ও মেরামতের যন্ত্রপাতি পুড়ে শেষ হয়ে গেছে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে শৈলকূপা ফায়ার সার্ভিসের প্রধান সঞ্জয় কুমার জানান আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।