কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর সাতানী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ৫ সন্তানের জনক নর্মুজ আলী (৪৮) কে হত্যার দায়ে আজ বুধবার সকালে বাজিতপুর থানায় মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ঋষিপাড়া গ্রামের মৃত রবীন্দ্র ঋষি দাসের ছেলে লালন ঋষি দাস (৫৫) ও একই গ্রামে মৃত কালী ঋষি দাসের ছেলে নির্মল ঋষি দাস (৫০)। গত মঙ্গলবার সকালে ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নর্মুজ আলীর সঙ্গে দীর্ঘ দিন যাবৎ পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিলেন এ দিন সকালে ভ্যান গাড়ি চালক নর্মুজ ভ্যানগাড়ি নিয়ে দিঘীরপাড় থেকে বাজিতপুর উদ্দেশ্যে আসছিলেন। এরই মধ্যে ঋষিপাড়া গ্রামের কয়েকজন এলোপাথাড়ি ভাবে নর্মুজকে লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। প্রথমে তাকে বাজিতপুর সরকারি হাসপাতালে পরে তার অবস্থা অবনতি দেখে চিকিৎসক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সোমা বেগম গণমাধ্যম কর্মীদের বলেন, কয়েকদিন ধরে ঋষিপাড়া গ্রামে কয়েকজন লোক তার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। তিনি বলেন, তার স্বামীকে পথ রোধ করে ঋষিরা হত্যা করেছেন। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। রিতু আক্তার বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।