কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ আব্দল্লাহ (১৬) কে ফিরে পেতে বাবা আকুলতা জানিয়েছেন। ছেলের জন্য হন্যা হয়ে খুঁজে গত ৫দিনেও সন্ধান মিলছে না। এ বিষয়ে ছেলের পিতা নূরুল হুদা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।
কিশোরগঞ্জের হারুয়া বিসমিল্লাহ মসজিদের ইমাম মাও মোঃ নূরুল হুদা জানান, আমার ছেলে মোঃ আব্দুল্লাহ গত ৪ জুলাই হারুয়া বিসমিল্লাহ জামে মসজিদে নামাজের পড়তে আসে। নামাজ পড়ার পরে দুপুর ০২ ঘটিকার পর থেকে আমার ছেলে হারিয়ে যায়। আজ ৫ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত কোথাও খোঁজিয়া পাচ্ছি না তারে। আত্মীয় স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করিয়াও তাকে পাওয়া যাচ্ছেনা। আমার ছেলের বর্ণনাঃ নামঃ মোঃ আব্দুল্লাহ উচ্চতাঃ ০৫ (পাঁচ) ফুট মাখার চুলঃ কালো গায়ের রংঃ ফর্সা পড়নের পোশাকঃ রঙিন পাঞ্জাবি। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছি যার নং ২৯১ তাং ৬/৭/২৫ ইং। ছেলেটির সন্ধান পেলে ০১৭২১৯৯৩১৩০ এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন।