মুন্সীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৯ জুলাই, ২০২৫, ০৭:২৭ পিএম
মুন্সীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে ইয়াছিন হাওলাদার ( ২০ ) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।হতভাগ্য  ইয়াছিন হাওলাদার ভোলা জেলার সদর উপজেলার বাবুল হাওলাদারের পুত্র।

পুলিশ জানায় , আজ বুধবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের নামে মুন্সীগঞ্জ ষ্টেডিয়ামের ভাড়া দেয়া  পেরিত্যক্ত কক্ষ থেকে নিহত ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়।নিহত ইয়াছিন মুন্সীগঞ্জের মাঠপাড়া এরাকায় মা ও বোনের সাথে বসবাস করতো। নিহতের বোন সোনিয়া জানায় ইয়াছিন ঢাকায় মোহাম্মদপুরে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতো। বৃহস্পতিবার মুন্সীগঞ্জে এসেছে। আজ সকাল সাড়ে ৮ টায় সে বাসা থেকে বের হয়ে। 

শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ গাজী মো: আসাদুজ্জামান জানান স্বীকৃতিপ্রাপ্ত কলেজটিতে নিয়মিত ক্লাশ হয় ,তবে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলমান থাকায় শ্রেণিকক্ষগুলো তালাবদ্ব ছিল । কিভাবে ঘটনাটি ঘটল তা বের কারার জন্য সংশ্রিষ্ট কতৃপক্ষকে অনুরোধ জানান। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম সাইফুল আলম জানান , মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে