টানা বৃষ্টিতে ঢাকা-চট্রগ্রাম সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত ও লাঙ্গলবন্দ সেতুর মুখে গর্তের কারনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতুর সোনারগাঁ অংশ থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার জুড়ে তীব্র যানজটর সৃষ্টি হয়েছে। এতে করে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকাপরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানাগেছে, কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ঢাকা-চট্রগ্রাম সড়কের কয়েকটি স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হওয়ায় এবং লাঙ্গলবন্দ সেতুর মুখে গর্ত তৈরি হওয়ার ফলে যাবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। এতে ধীরগতিতে যানবাহন চলাচলের কারনে যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে আসা ঢাকাগামী যাত্রী শামীম খাঁন জানান, দীর্ঘ সময় ধরে মহাসড়কে যানজটে আটকে আছি। গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দের ব্রীজের অবস্থা নাকি খুব খারাপ।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ সাংবাদিকদের জানান, লাঙ্গলবন্দের ব্রীজের অবস্থা খুব খারাপ। গাড়ি ঠিকমতো চলতে পারছে না, তাই এই যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ কাজ করছে। আশাকরি যান চলাচল স্বাভাবিক হবে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, টানা বৃষ্টিতে সড়কের কয়েকটি স্থানে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর মুখে গর্ত হয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। সওজ মেরামতের কাজ করছে।