দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুরের ম্যধপাড়া পাথর খনিতে অচলাবস্থার অবসান। ৮দিন পাথর উত্তোলন কাজ বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের প্রথম শিফট থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। গত বুধবার (৯ জুলাই) বেলা ১টায় খনির ওয়েলফেয়ার হলরুমে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, উপজেলা প্রশাসন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও শ্রমিক উভয় পক্ষের বৈঠকে সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার প্রথম শিফট থেকে খনি থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতা আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল প্রথম শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়ে খনি থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছেন।
জানা যায়, খনি শ্রমিকদের অস্থিরতা ও বিশৃঙখল পরিস্থিতির কারণে গত ২জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া করপোরেশন লিমিটেড (জিসিএল) খনির সকল কার্যক্রম পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গত ৩ জলাই বৃহস্পতিবার সকাল থেকে খনি থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। খনিতে জিটিসি প্রতিদিন তিন শিফটে শ্রমিকদের মাধ্যমে পাথর উত্তোলন কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে দৈনিক সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হয়। শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করায় আইনগতভাবে খনির ব্লাষ্টার শফিকুল ইসলাম, লং ড্রিল অপারেটর রফিকুল ইসলাম, অপারেটর ওমর আলী এবং জুনিয়র হেলপার হাসান আলীকে অব্যাহতি প্রদান করা হয়।