পিতার আর্দশে এগিয়ে যাচ্ছে ছেলে

কক্সবাজারের বিএনপির অকুতোভয় সৈনিক আমির হামজা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৬:১১ পিএম
কক্সবাজারের বিএনপির অকুতোভয় সৈনিক আমির হামজা

আমির হামজা সিকদার। যিনি ছিলেন কক্সবাজারের জাতীয়তাবাদী তথা বিএনপির রাজনীতির এক অকুতোভয় সৈনিক। দীর্ঘ সময় ধরে জড়িত ছিলেন বিএনপির রাজনীতির সাথে। ২০১০ সালের ৫ আগষ্ট মৃত্যুবরণ করার আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবিদল কক্সবাজার জেলা শাখার সভাপতি হিসেবে।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রামে জন্ম নেয়া এই সাদা মনের মানুষটি রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবি দলের জেলা সভাপতির দায়িত্বে থাকলেও তিনি কখনো ক্ষমতার গৌরব কিংবা অপব্যবহার দেখাতেন না। সবসময় তিনি লুঙ্গি পড়েই সাদাসিধে জীবন যাপন করতেন। আমির হামজা সিকদার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অকুতোভয় এক সৈনিক। পাশাপাশি তিনি আমৃত্যু পর্যন্ত বিএনপির বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফর

যোগালোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের বিশ্বস্ত একজন কর্মী। আমির হামজা সিকদার শুধু কক্সবাজারে নয়, জাতীয় পর্যায়েও বিএনপির জাতীয় নেতাদের কাছেও একজন প্রিয় কর্মী ছিলেন। যার প্রমাণ তিনি মৃত্যুবরণ করার পর ২০১০ সালের ৩১ অক্টোবর ঢাকায় বড় করে আমির হামজা সিকদারের শোক সভার আয়োজন করা হয়েছিল। তাই অকুতোভয় সৈনিকের স্মৃতি নিয়ে আজও কাঁদেন তাঁর রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। 

এদিকে মরহুম আমির হামজা সিকদারের পুত্র মোঃ সোলাইমান বাদশাও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে। তিনি বর্তমানে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি খুরুশকুল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মাঝে জাতীয়তাবাদী আদর্শ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও এলাকার সাধারণ মানুষের সাথে পিতার মতই নিবিড় সম্পর্ক রয়েছে সোলাইমান বাদশার। 

আর কিছুদিন পরেই অর্থ্যাৎ ৫ আগষ্ট আমির হামজা সিকদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। আমির হামজা সিকদারের মতই সাদা মনের মানুষের রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক এমন প্রত্যাশা সচেতন মানুষের ।

আপনার জেলার সংবাদ পড়তে