গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে শিক্ষার্থী লাবণ্য আক্তার। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের নুরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের আশরাফুল আলমের মেয়ে। লাবণ্য স্থানীয় পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে এসএসসি ফলাফল জানার পর তার নিজ বাড়ির একটি রুমে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। এসময় তার মা-বাবা বাড়ির আঙ্গিনাতেই বসেছিল বলে জানা যায়। হঠাৎ আকস্মিক এমন অনাকাঙ্খিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।