পিরোজপুর জেলা বিএনপির বহু কাঙ্খিত কাউন্সিল স্থগিত ঘোষনা করা হয়েছে। দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সব কাজ গোছানো যায়নি বলে কাউন্সিল স্থগিত করা হয়েছে বলে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু আজ বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন।
পিরোজপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা বিএনপির সব শেষ কাউন্সিল হয়ে ছিলো ২০০৩ সালে ঢাকায় কাউন্সিলরদের ডেকে পাঠিয়ে। ওই কাউন্সিলে সভাপতি হন সাবেক হুইপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামাল ও সাধারন সম্পাদক ছিলেন বর্তমান আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মোঃ সাইদুল ইসলাম কিসমত এ বিষয়ে বলেন, কেউ কেউ আওয়ামীলীগকে পুণর্বাসিত করতে চাওয়ায় এবং দল ও দলের বাইরের সুবিধাভোগীরা ত্যাগীদের দূরে ঠেলে দলে অবস্থান করে নিতে চাওয়ায় পিরোজপুর বিএনপির সব লেভেলে দ্বন্দ্ব প্রকট। আর সেকারনেই ৭ টি উপজেলা ও ৩ টি পৌরসভার সব ইউনিটের কাউন্সিল করা সম্ভব হয়নি। ফলে কাউন্সিল স্থগিত করতে বাধ্য হয়েছে। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওই একই কলেজের সাবেক ভিপি অ্যাড. কামরুজ্জামান শাহীন আক্ষেপ করে বলেন, দলে ত্যাগীদের দূরে ঠেলে দেওয়ার প্রবনতা লক্ষ করছি। সেই ভুক্তভোগীদের মধ্যে আমিও একজন, আমার স্থান হয়নি আমার বাসস্থান পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে একজন সদস্য হওয়ার।
তবে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে জেলা আহবায়ক আলমগীর হোসেন বলেন, বিএনপি একটি বড় দল, দ্বন্দ্ব নয়, প্রতিদ্বন্দ্বীতা থাকতেই পারে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু এ ব্যাপারে বলেন, দীর্ঘ দিনের জট পাকানো এবং ১৭ বছরের চর্চা বিহীন দলীয় কার্যক্রমে কিছু ত্রুটি থাকতেই পারে। তবে যেকোনো অবস্থাতেই হোক তৃণমূলের ভোটেই নেতা নির্বাচিত হবে, যা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। জেলা কাউন্সিলের স্থগিত বিষয়ে বলেন কেন্দ্রের পরামর্শে কাউন্সিল স্থগিত করা হয়েছে। এ মাসের মধ্যেই পুনরায় কাউন্সিলের তারিখ নির্ধারিত হবে।