পীরগাছায় বিয়ের বাস পুকুরে পড়ে নিহত ৩

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
পীরগাছায় বিয়ের বাস পুকুরে পড়ে নিহত ৩

রংপুরের পীরগাছায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১১ টার সময় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রংপুর কোতয়ালী থানার জগদিস রায়ের স্ত্রী অমৃত বালা (৮০), হাজির হাট এলাকার শ্যামল চন্দ্রের স্ত্রী শান্তা রানী (৫০) ও পীরগঞ্জ উপজেলার বাস চালক হিটুল মিয়া (৫০)। তারা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

পীরগাছা ফায়ার সার্ভিস এর ইনচার্জ আল আমিন জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা থেকে বৌভাত খেয়ে রংপুর সদর উপজেলার শ্যামপুর হাটে ফেরার পথে সনাতন ধর্মাবলম্বীদের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা সুন্দরগঞ্জ মহাসড়কের বেলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে এবং বৃহস্পতিবার সকালে চালকসহ তিনজন মারা যান। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাঁধটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগ সূত্র জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে