ফুলবাড়ীতে সেরা স্কুল জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৮:২৫ পিএম
ফুলবাড়ীতে সেরা স্কুল জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাশের হারের দিক দিয়ে ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলে সেরা হয়েছে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। 

এই প্রতিষ্ঠানের শিক্ষকরা পাশের হারের দিক দিয়ে কুড়িগ্রাম জেলার ৫ টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে সেরা হওয়ারও প্রত্যাশা করছে। এবার এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানটির জেনারেল শাখার পাশের হার হচ্ছে ৯৭.২৭।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, এবার এসএসসি পরীক্ষায় জেনারেল শাখা থেকে বিজ্ঞান বিভাগে ৫৯ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে এবারও উপজেলার সেরা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে।

তিনি বলেন, এবার আমাদের প্রতিষ্ঠান থেকে জেনারেল শাখা থেকে মোট ১১০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৯৭ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ও ১৩ জন মানবিক বিভাগের। ফলাফলে বিজ্ঞান বিভাগের ৯৭ জনেই পাশ করে। 

এদের মধ্যে ৫৯ জন পায় জিপিএ-৫। মানবিক বিভাগে ১৩ জনের মধ্যে পাশ করে ১০ জন। ভোকেশনাল বিভাগ থেকে ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাশ করে ৮৩ জন। পাশের দিক দিয়ে কুড়িগ্রাম জেলার ৫ টি সরকারি উচ্চবিদ্যালয়ের মধ্যে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সেরা হতে পারে এমন প্রত্যাশা করেন প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার।

আপনার জেলার সংবাদ পড়তে