তারাগঞ্জের হাতখোঁপা বিলে ৭ শত গাছ রোপন

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৩:০০ পিএম
তারাগঞ্জের হাতখোঁপা বিলে ৭ শত গাছ রোপন

 "আজকের গাছ আগামীর নি:শ্বাস, গাছ লাগাই পরিবেশ বাঁচাই” এই শ্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলের পারে নারিকেল, তাল, আম, জাম, বেল, কাঁঠালসহ সাত শত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগীতায় বিকাল ৪ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কৃষ্ণপুর হাতখোপা বিলের ধারে গাছ রোপন করা হয়। তারাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রুবেল রানা গাছ রোপন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায়, উপজেলা প্রকৌশলি মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বরেন্দ্র সহকারি প্রকৌশলি বিদ্যুৎ কুমার রায়, উপজেলা বন কর্মকর্তা আখতারুজ্জামান রোকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন আমি সাধুবাদ জানাই উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে। সেই সাথে আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে জানাতে চাই শুধু গাছ রোপন করলেই হবে না গাছগুলোকে সঠিকভাবে বেরে উঠতে সহযোগীতা করতে হবে। আমি যেহেতু এই থানার অফিসার ইনচার্জ স্থানীয় চৌকিদার দ্বারা গাছ রক্ষণাবেক্ষণে তদারিকি করব। উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায় বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা সকলে মিলে নানা রকম ফলস গাছ রোপন করেছি। এর মধ্যে আজ আম কাঁঠাল নারিকেল মাল্টা কমলা ও তাল গাছের চারা লাগানো হচ্ছে। বিলের ধারে লাগানো গাছগুলো সঠিক পরিচর্যায় বেড়ে উঠলে এই এলাকার মানুষের বিভিন্ন ফল পুষ্টি ও কৃষি চাহিদা নিশ্চিত করতে পারব। এছাড়া বিলের দুই ধার যদি গাছে গাছে ভরে যায় দেখার মত একটা জায়গা হবে। উপজেলা নিবাহী অফিসার রুবেল রানা বলেন, উপজেলার সবচেয়ে বড়বিল হাতখোপার বিলটি। প্রায় ২৫ একর জমি জুড়ে বিলটির অবস্থান।হাতখোপার বিলটি উম্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনা চলছে।বিলটির চারি পারে প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে। আজকে শুধু সাতশত চারা গাছ রোপন করা হয়েছে পর্যক্রমের চারা গাছ রোপন করা হবে।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ বরাবরই বৃক্ষরোপণ সহ জনবান্ধব ভালো কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন।তারই অংশ হিসেবে এই বৃক্ষ রোপন করা।

আপনার জেলার সংবাদ পড়তে