দৌলতখানে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অবস্থান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৫:৪১ পিএম
দৌলতখানে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে প্রেমিকার অবস্থান

ভোলার দৌলতখানে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনড় অবস্থান প্রেমে মত্ত এক প্রেমিকার। এমন হাস্যরস্য ঘটনাটি ঘটেছে উপজেলার নইমুদ্দিন হাট সংলগ্ন চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে। প্রেমিকার অনড় অনশনে প্রবাসী প্রেমিক বাড়ি ছেরে লাপাত্তা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বৃষ্টি উপেক্ষা করে গ্রামের কৌতূহলী নারী পুরুষ প্রেমিকাকে এক নজর দেখতে ওই বাড়িতে এসে ভিড় জমায়। বৃহস্পতিবার বিকেল থেকে সোনিয়া জেসমিন নামে ওই প্রেমিকা বিয়ের দাবিতে  প্রবাসী প্রেমিক মোঃ ফারুক'র ঘরের আঙ্গিনায় অনড়ভাবে অবস্থান নেন। সোনিয়া ভোলা সদর পিটিআই সংলগ্ন মুন্সি বাড়ির নুর ইসলামের মেয়ে। সরজমিন গিয়ে জানাযায়, মাঝি বাড়ির রফিজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী ফারুকের সাথে ফেসবুকে পরিচয় ঘটে সোনিয়ার। মাঝে মধ্যে কথা হয়,  বিনিময় হয় প্রেমের। এভাবেই দু'জনের মধ্যে হ্নদয় নিংড়ান ভালোবাসা উতলে উঠে। দীর্ঘ ৩ বছরের প্রবাসী  জীবনে ভাব বিনিময়ের গভীর সম্পর্ক শেষ অবধি রুপ নেয় নতুন স্বপ্নের ঠিকানা বিবাহের প্রস্তাবের। ফারুক গত ১৪ জুন সৌদি থেকে বাড়ি আসে। প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেড়াতে যাওয়ার নামে বিবাহের প্রলোবনে একাধিক শারীরিক সম্পর্ক গড়ে তোলে সোনিয়ার সাথে। 

গত ৮ জুন থেকে  ফারুক মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেয় তার সাথে। প্রেমের টানে সোনিয়া প্রেমিকের খোঁজে ফারুকের বাড়ি আসে। সোনিয়া জানায়, ফারুকের পরিবার সোনিয়ার উপর চড়াও হয়। তাকে মারপিট করা হয়। তার থেকে থাকা মোবাইল ভ্যানেটি ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। তাকে জোর পূর্বক ঘর থেকে বের করে দেয়। সোনিয়া সাংবাদিকদের জানান, বিবাহের কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। বিবাহের দাবিতে অবস্থান করছি। আমি মরে যাব তবুও এখান থেকে যাব না। প্রবাসী ফারুককে বাড়ি পাওয়া যায় নি।  প্রেমিক ফারুকের ভাই ইসমাইল জানান, সোনিয়ার প্রেমের এসব অভিযোগ মিথ্যা। থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।