২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবছর শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। মোট ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে পাশ করেছেন। উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৯ জন, মানবিক বিভাগে ৮ জন, বাণিজ্য বিভাগে ৪ জন এবং ভোকেশনাল বিভাগে ২২ জন এ+ পেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুর রহমান বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় আজকের এই ফলাফল। বিদ্যালয়ের সভাপতি এ কে এম শফিউল আজম রুমি বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের একটি সুন্দর সমন্বয় ছিল। সেই সমন্বয়ের কারনে আজকের এই সুন্দর ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।