বাংলাদেশ তরিকত পরিষদের সাংগঠনিক সভা

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৬:১৯ পিএম
বাংলাদেশ তরিকত পরিষদের সাংগঠনিক সভা
বাংলাদেশ তরিকত পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী বিটিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ তরিকত পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব খন্দকার আবুর বাশার উদ্দিন খান্দানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়েখ চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ জাফর সাদেক শাহ। বিটিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর অনুষ্ঠান সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিটিপির মহা সচিব শাহ সুফি ডাঃ শামসুল আলম চিশতি। এ সময় আরো বক্তব্য রাখেন,বিটিপির প্রেসিডিয়াম সদস্য শাহ সুফি সৈয়দ আলী রেজা পাহেলভী রয়েল হায়দারী, বিটিপির যুগ্ম মহাসচিব শাহ আমিনুল আহসান ফেরদৌস, বিটিপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহ মিডু,উলামা পরিষদের যুগ্ম আহবায়ক মুফতি আসাদুজ্জামান সুফিবাদী ,বিটিপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আশেক মুর্শেদ উয়ায়েছি,শাহ সুফি আজিম চিশতি,রাসেল হুসাইন প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে