চট্টগ্রামে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেয়র ও প্রধান নির্বাহীকে লিগ্যাল নোটিশ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৬:৫৬ পিএম
চট্টগ্রামে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মেয়র ও প্রধান নির্বাহীকে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের হালিশহর আনন্দিপুর এলাকায় নালায় পড়ে নিহত তিন বছরের শিশু হুমায়রা আক্তারের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল আশরাফুর রহমান নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ওই নোটিশ দেন। এতে শহরের নালাকে উন্ম্‌ুক্ত না রেখে নিরাপদ করতে বলা হয়। অন্যথায় হাইকোর্টে রিট পিটিশন করা হবে।

উক্ত বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, খুবেই হীন উদ্দেশ্যে শুধুমাত্র আত্মপ্রচারের জন্য কোন ধরনের গাফিলতি না থাকা সত্ত্বেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন আইনের সীমারেখার মধ্যে নাগরিক সেবা প্রদান করে চলেছে এবং এই ঘটনা নিয়ে যেকোনো আইনগত কার্যক্রমে যথাযথ জবাব প্রদান করবে। মেয়র আরো বলেন, যে নালায় পড়ে শিশুটি মারা গেছে সেটি একটি সার্ভিস ড্রেন। ওখানে একটি গার্মেন্টস আছে, তাদের উচিত ছিল তাদের সার্ভিস ড্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। তাছাড়া গার্মেন্টস কর্মীর সন্তান খেলছে, সেখানে তো দারোয়ান থাকার ছিল।

অন্যদিকে চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত নালাটি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানের সীমানায় অবস্থিত এবং গার্মেন্টস কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। ঘটনার স্থানটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংশ্লিষ্ট বেসরকারি কর্তৃপক্ষ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। শিশুটির মা ওই গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা বা পরিবারও তাদের সন্তানের নিরাপত্তার বিষয়ে যথাযথ সতর্কতা অবলম্বন করেনি যা দুঃখজনক ঘটনাটির জন্ম দিয়েছে । কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেসরকারি গার্মেন্টস কর্তৃপক্ষ আবাসিক এলাকায় গার্মেন্টস এর কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে