গত ১৯ ডিসেম্বর টঙ্গির এজতেমা ময়দানে প্রতিপক্ষের হামলায় চার ব্যক্তি নিহতের প্রতিবাদে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন যোবায়ের পন্থীরা। সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলা সদরের বাস টার্মিনাল সংলগ্ন চত্বর থেকে তাবলীগ জামাতের যোবায়েরপন্থী শতাধিক নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে একটি প্রতিবাদ সভা করেন। সভায় টঙ্গির এজতেমা ময়দানে সাদপন্থীদের বর্বরোচিত হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন বক্তারা। এ সময় উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, মাওলানা আজমল হোসাইন, মাওলানা মজিবুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।