ঝিনাইদহ শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় অপু নামের এক এইচএসসি পরীক্ষার্থী বিষধর সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে। নিহত আপু বন্ধপুর গ্রামের সেকেন্ডার আলির পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘুমান্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড় দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে এলাকার ফুরু নামের এক ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক দেয় সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে তাকে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায়( আজ) শনিবার সকালে মারা যায়। আপু শৈলকুপার কবিরপুর সিটি কলেজের ছাত্র। সে এবছর
এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ব্যাপারে ব্রহ্মপুর গ্রামের ইলিয়াস নামের এক ব্যক্তি জানান রাতে ঘুমন্ত অবস্থায় অপুকে বিষাক্ত সাপে কামড় দিলে হাসপাতালে চিকিৎসা করা অবস্থায় মারা যায়।