ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন দিয়ে বললেন, ‘বিমানে বোমা’!

এফএনএস অনলাইন:
| আপডেট: ১২ জুলাই, ২০২৫, ০১:৫৪ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০১:৫৩ পিএম
ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন দিয়ে বললেন, ‘বিমানে বোমা’!

ছেলে পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দিলেন। এমন সময় প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেন যেতে না পারে ছেলে তার জন্য মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে ‘বিমানে বোমা আছে’ এমন ভুয়া সংবাদ দেন। 

শনিবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এমনটি জানিয়েছেন।

তিনি জানান, “সম্প্রতি বিমানে বোমা আছে এমন এক ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে বিমানটি তল্লাশি করে বোমা পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি- এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারেন। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ছেলের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন সংবাদ দেন। যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া থেকে আটকাতে পারেন। ওই নারী অচেনা নম্বর থেকে ফোন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে ভুয়া তথ্য দিয়েছিলেন।”

এরআগে, গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোনকলে জানানো হয়। বোমা থাকার আশঙ্কায় বিজি-৩৭৩ ফ্লাইটটিতে তিন ঘণ্টা চলে নিবিড় তল্লাশি। তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে