বিএনপি নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ- সংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আলীম। গত শুক্রবার বিকেলে সুজানগর থানায় সংবাদ সম্মেলন করে তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল রোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১২জন আহত হয়। এ ঘটনায় সুজানগরের জনমনে চরম আতঙ্ক দেখা দেওয়ার পাশাপাশি বিএনপি'র এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। এমতাবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওইদিন বিএনপি রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম সংবাদ সম্মেলন করে ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতির কথা সাফ জানিয়ে দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় আরেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান চন্দন ও বিএনপি নেতা মাহবুবুর রহমান।