দিঘলিয়ায় এক খামার থেকে মুরগী ও পায়রা চুরি

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০২:৩২ পিএম
দিঘলিয়ায় এক খামার থেকে মুরগী ও পায়রা চুরি

দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃত আঃ সাত্তার মোল্যার কন্যা মোঃ আকরাম হোসেনের স্ত্রী শীলার বাড়ি থেকে ২০ হাজার টাকার মুরগী ও পায়রা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির ছাদের ওপরে নির্মিত পৃথক মুরগী ও পায়রার খামার থেকে মুরগী ও পায়রা চুরি করে অবাধে পালিয়ে যায়। চোরেরা যাবার সময় একখানা গামছা এবং একটা কাঁচি ছাদের ওপরে ফেলে যায়।

ভুক্তভোগীরা জানান, গভীর রাতে একটা সংঘবদ্ধ অপরাধী চক্র গভীর রাতে উক্ত বাড়ির মধ্যে ঢ়ুকে সুকৌশলে একতলা ভবনের ছাদের ওপর ওঠে এবং পায়রার ঘরের তালা ভেঙ্গে পায়রা গ্রহণ করে এবং মুরগীর খামারের তালা ভাঙ্গতে চেষ্টা করে ব্যার্থ হয়ে নাইলনের নেট কাঁচি দিয়ে কেটে ভেতরে ঢ়ুকে মোরগ-মুরগী মিলে ২০ হাজার টাকার পায়রা ও মুরগী নিয়ে অবাধে পালিয়ে যায়। দিঘলিয়া থানা পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে