তালার কুমিরায় এনপিপি নেতাদের বরণে মানুষের ঢল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০২:৪১ পিএম
তালার কুমিরায় এনপিপি নেতাদের বরণে মানুষের ঢল

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে জাতীয় রাজনৈতিক দল এনপিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শনিবার সকাল থেকে কুমিরা বাজার সংলগ্ন এলাকায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। ব্যানার, ফেস্টুন, মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। দলের স্থানীয় নেতা-কর্মীরা সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে নানা প্রস্তুতি গ্রহণ করেন। আগত নেতাদের দেখতে ও তাদের বক্তব্য শুনতে সাধারণ মানুষও ভিড় জমান। নারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।

দলের নেতারা বলেন, এনপিপি দেশের একটি উদীয়মান রাজনৈতিক শক্তি। তৃণমূলে সংগঠনকে আরও গতিশীল করতেই এই সফর। তারা জানান, দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গঠনমূলক রাজনীতির ধারা বজায় রেখে এনপিপি রাজনীতিতে নতুন ধারা আনতে চায়।

আপনার জেলার সংবাদ পড়তে