তেঁতুলিয়ায় ইয়াবা সহ গ্রেফতার ১

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০২:৫৪ পিএম
তেঁতুলিয়ায় ইয়াবা সহ গ্রেফতার ১

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ জাবেদ আলী নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে। 

গত বৃহস্পতিবার রাত অনুমা সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের দায়িত্বরত এসআই মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ  তেঁতুলিয়া বাজার থেকে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানায় নিয়ে যান।   

পুলিশ জানায়, আটকৃত যুবক অনেক দিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক দ্রব্য উত্তীয় বয়সী কিশোর ও যুবকদের মাঝে বিক্রি করত। এমন তথ্যে ভিত্তিতে সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে গত তারিখে তাকে হাতে নাতে - থেকে আটক করা হয়।  এব্যাপারে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে