পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল বরিশাল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৩:০৪ পিএম
পাথর মেরে হত্যার ঘটনায় উত্তাল বরিশাল

পুরান ঢাকায় চাঁদার দাবিতে পাথর মেরে বর্বরোচিতভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় দেশের অন্যান্যস্থানের ন্যায় পুরো বরিশাল উত্তাল হয়ে উঠেছে।

অনতিবিলম্বে নৃশংস এ হত্যাকান্ডসহ দেশব্যাপী একটি রাজনৈতিক দলের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২) জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার আয়োজনে নগরীর টাউন হল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। একইদিন একই দাবিতে সর্বস্তরের শিক্ষার্থী-জনতার আয়োজনে জেলার গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দশটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল বের করে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দশ মিনিট অবরোধ করে বিক্ষোভ করেন। ওইদিন রাত সাড়ে দশটার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ছাত্র জনতার ডাকে বিক্ষোভ সমাবেশ হয়। এসময় প্রতিবাদকারীরা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে