নাসিরনগরে ৮৬ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৪:০০ পিএম
নাসিরনগরে ৮৬ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

‘শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায়  এবারও উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০২৪ সালের ৮৬ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা  করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আর্দশ বিদ‍্যা নিকেতনের  শিক্ষক শিবলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইসহাক  মিঞা । বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক  মোহাম্মদ রহমত  আলী,সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কুলিকুন্ডা ফুলপাখি কিন্ডার গার্টেনের পরিচালক  সফিকুল ইসলাম ইউনুস ।এছাড়াও অন্যান্যদের বক্তব্য রাখেন অভিভাবক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া,পারভীন  আক্তার, শিক্ষক  শাহ আলম ভূইঁয়া, ফয়সাল মাহমুদ জেবের নুর প্রমূখ । অনুষ্ঠানে ট্যালেন্টপুল,সাধারণ ও বিশেষ গ্রেডে ৮৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ শিক্ষক,শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে