কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের আজ শনিবার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষায় কুকরারাই গ্রামে সকালে অনুষ্ঠিত হলো সচেতন মূলক সভা। যেখানে নারীর ক্ষমতায়ন, বাল্য বিয়ে প্রতিরোধ ও কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ক কার্যক্রমে পাশাপাশি এক মনোজ্ঞ স্বপ্নের মেলা আয়োজন করা হয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় নারী ও কিশোর কিশোরীদের সংগঠিত করে তাদের সামাজিক ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জীবনের স্বপ্নগুলোকে অনুপ্রেরণার জায়গায় পৌছে দেওয়া। আজকের ২৪তম সেশনের মূল ফোকাস ছিল “কে কি হতে চায়” অর্থাৎ কিশোরীদের জীবনের ভবিষ্যত পেশা ও স্বপ্ন কেমন তারা কিভাবে সমাজে অবদান রাখতে চায়- তা জানা এবং তাদের চিন্তগুলোকে শ্রদ্ধার সাথে তুলে ধরার এক অনন্য আয়োজন ছিল এটি। কিশোরীদের কেউ হতে চায় ডাক্তার, কেউ শিক্ষক, কেউ সাংবাদিক বা সমাজকর্মী-এ আয়োজনেই তারা তাদের স্বপ্নের কথা বলেছে খোলামেলা পরিবেশে। এই প্রকাশ কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলেছে। সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচকরা বলেন বাল্য বিয়ে রোধ এবং জীবনের লক্ষ্য নির্ধারনের জন্য এমন আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ। একজন কিশোরীর ভেতরে যখন স্বপ্ন থাকে, তখন সে প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা যেমন যোগাযোগ, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্ব- এ বিষয়ে সংক্ষিপ্ত কার্যশালা পরিচালনা করা হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এই দলগুলোকে নানা প্রশিক্ষণ, আইনি সহায়তা ও সঞ্চয় কার্যক্রমে যুক্ত করা হবে। একইভাবে নারী ও কিশোরীদের ক্ষমতায়নের কার্যক্রম সম্প্রসারিত হবে। সভা পরিচালনায় ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও সুরক্ষার কর্মসূচীর সেলফ অফিসার মোঃ জুয়েল মিয়া।