কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার উপজেলার অডিটরিয়াম হলে মান সম্মত প্রাথমিক নিশ্চিত করনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরাঞ্চলের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০জন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায় আলহাজ্ব আব্দুল বারি সরকার। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান, জামায়াত নেতা প্রভাষক হযরত আলী, সহকারী অধ্যাপক রাশিদুল আলম বাদল প্রমুখ।