কয়রায় দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৫:৫৬ পিএম
কয়রায় দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

দূর্যোগ প্রবণ অঞ্চল খুলনার  কয়রায় ২দিন ব্যাপী ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনু্ষ্িঠত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১০ টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যলয়ের হল রুমে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল এ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্প ইউএনডিপির আয়োজনে ও ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচী (সিপিপি)  বাস্তবায়নে  এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম অনু্ষ্িঠত হয়। কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) খুলনার উপ -পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, সিপিপির চকরিয়া কক্সবাজারের সহকারী পরিরচালক মুনির চৌধুরী, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন, নাজমুচ্ছায়াদাৎ, মাসুম বিল্যাহ, মোস্তফা শফিকুল ইসলাম,আবু হোরায়রা খোকন,মিজানুর রহমান সেলিনা আক্তার, মূর্শিদা খাতুন, শাহানারা জামাল,সিপিপি সদস্য মোল্যা মনিরুজ্জামান,এম এ করিম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সবুজ,মিজানুর রহমান লিটন প্রমুখ।

২ দিনের এই প্রশিক্ষণে দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা, জেন্ডার রেসপন্সিভ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে