২৫ লাখ টাকার

চাটমোহরে চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৫:৫৭ পিএম
চাটমোহরে চায়নাদুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অধ্যুষিত হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ,নলডাঙ্গা বিল,নবীণ ও চরনবীণ বিল,ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ি বিল ও ভাঙ্গা ব্রিজ বিল এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

গত শুক্রবার (১১ জুলাই) বিকেল ৩ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান,উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৫৫০ পিস চায়নাদুয়ারী জাল ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।   

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গতঃ গত এক মাসে উপজেলার গুমানী নদী,ছাওয়ালদহ বিল,আফরার বিল,খলিশাগাড়ী বিল,কিনু সরকারের জোলা,ডিকশির বিলে পৃথক পৃথক অভিযান চালিয়ে সহস্রাধিক চায়না দুয়ারি ও কয়েক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বিলপাড়ের সাধারণ মানুষ জানান,চলনবিলের দেশি প্রজাতির মাছ বিশেষ করে মা ও পোনা মাছ বাঁচাতে এ অভিযান অব্যাহত রাখা দরকার। তারা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে