সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:২১ পিএম
সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে চাচা জিয়ারুল ইসলাম খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে। এ ঘটনায় জিয়ারুলের স্ত্রী ও ছেলে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। জিয়ারুল বেলকা ইউনিয়নের তালুক বেলকা মাঝবাড়ি গ্রামের জাফর আলীর ছেলে।  

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে নিহতের বড় ভাই ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এনিয়ে নিহত জিয়ারুল ইসলামের সাথে বড় ভাই ইব্রাহিম আলীর বাকবিতন্ডা হয়। রাতে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম বাড়িতে এসে বিষয়টি জানতে পেয়ে পিতার অপমানের প্রতিশোধ নিতে চাচা জিয়ারুল ইসলামকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময়  জিয়ারুলকে বাঁচাতে স্ত্রী আছমা বেগম এবং ছেলে ইসমাইল হোসেন এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এদিকে খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট করেন এবং ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, গতকাল শনিবার লাশের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হযেছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে