সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ২ বন কর্মী আহত হয়েছে। আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৬ তাং -১১-৭-২৫ ইং। জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা প্রতিদিনের ন্যায় টহল কার্যক্রমে বাহির হয়। এ সময় ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় প্রবেষ নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ২ টি নৌকা জব্দ করে। জব্দ করে অফিসে ফেরার সময় জঙ্গলে পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীরা রাতের আঁধারের সুযোগ নিয়ে বন বিভাগের স্টাফদের উপর হামলা চালিয়ে নৌকা ২ টি ছিনিয়ে নেয়। তাদের হামলায় ঐ টহল ফাঁড়ির স্টাফ আলমগীর হোসেন (বোটম্যান) ও তাদের সহযোগী তোরাব আলীর হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে গিয়ে আহত হয় । আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, হামলাকারীদের চিহৃিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, মামলার আসামীদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।