চিরিরবন্দরে আ’লীগ নেত্রী আটক

এফএনএস (মোরশেদ উল আলম, চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৩:১৪ পিএম
চিরিরবন্দরে আ’লীগ নেত্রী আটক

দিনাজপুরের চিরিররবন্দরে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে আটক করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ। গত ১২ জুলাই শনিবার সন্ধার পূর্বে সরকার বিরোধী ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক চলাকালে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। সে দিনাজপুর জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পুলিশে চাকুরী দেয়াসহ বিভিন্ন চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। 

দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ইন্টেলিজেন্ট) এস এম আহসান হাবীব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর সদর থানার একটি মামলায় তাকে ডিবি পুলিশ আটক করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে