যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন কর্মসূচিতে উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম'র সভাপতিত্বে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এ মৌসুমে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন স্থানে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকলে ডেঙ্গু আক্রমণ থেকে রক্ষা পাবে সব এলাকার মানুষ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম।
উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ,মনিরুজ্জামান সুমন,জহিরুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।