নোয়াখালীর সেনবাগে দীর্ঘ ১৫ বছর ধরে চলা জায়গা-জমিনের বিরোধ মিমাংসার জন্য বসা সালিশ বৈঠকে হামলার ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষে অনন্ত ২০জন আহত হয়েছে। এতে গুরুত্বর আহত ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী ১৬জনকে নোয়াখালী ২৫০ বিশিষ্ঠ্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৮নং বীজবাগ ইউপির ফরিকহাট বাজারে।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার বাদ আসর উপজেলার ৮নং বীজবাগ ইউপির বীজবাগ মোবারক আলী ব্যাপারী বাড়ি প্রকাশ (মোরগ) ব্যাপারী বাড়ির মোবারক আলী ও লোকমান মিয়ার সঙ্গে দীর্ঘ ১৫/১৬ বছর যাবত ৪৪৭ শতাংশ জায়গা-জমিন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে বন্টকের মামলা চলমান রয়েছে।
গতকাল শনিবার বাদ আসর স্থানীয় ফরিকহাট বাজারে বাহার ষ্টিল নামক একটি দোকানে বীজবাগ ইউনিয়নের বিএনপি সমথিত সাবেক চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী, জামায়াত সমথিত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল আফসার কাজল হুজুরের নেতৃত্বে সালিশ বৈঠক শুরু হয়। সালিশের এক পর্যায়ে উভয়ের কাগজপত্র উপস্থাপন করলে কাগজ বিশ্লেষন নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সামছুল হকে ছেলে ফকির আহম্মদের নেতৃত্বে তাদের লোকজন লোকমান মিয়ার ছেলে আলা উদ্দিনকে এলোপাথাড়ী পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে উভয় পক্ষে লোকজন জড়ো হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় বাহার ষ্ঠিলের দোকানের চেয়ার সহ আসবাবপত্র ভাংচুর ও হামলায় এতে উভয়ে পক্ষের অনন্ত ২০জন আহেত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাষপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে রাজু, আরমান, হক সাব, সোহাগ ও মহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হচ্ছে ঃ ফকির আহম্মেদ পক্ষের আলা উদ্দিন, মোস্তফা মানিক ,সালা উদ্দিন, সফি উল্লাহ, জাবেদ হোসেন, হায়দার, সাগর হোসেন, আজগর হোসেন, শুভ। ও সামছুল হকের পক্ষ রাজু, ফারভেজ, আবদুল হক প্রকাশ হক সাব, আরমান হোসেন, সাইফুল ইসলাম, মহিন উদ্দিন, সোহাগ হোসেন, ফকির আহমদ ও আবুল হাসেম।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান জানান,মারামরির একটা ঘটনাশুন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওযা হবে বলে জানান।