কালীগঞ্জ উপজেলা প্রশাসনের জুলাই পুনর্জাগরণ প্রস্তুতিমূলক সভা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৫:০২ পিএম
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের জুলাই পুনর্জাগরণ প্রস্তুতিমূলক সভা
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাব উদ্দিন, এনসিপির নেতা মো. শরীফুল ইসলাম, নাদিম আহমেদ ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি ইজহারুল ইসলাম, খেলাফত আন্দোলনের রুহুল আমিন গাজীপুরী, খেলাফত মজলিশের আশিক আহমেদ, মাহফুজুর রহমান গাজীপুরী প্রমুখ। অনুষ্ঠানমালার মধ্যে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন, আন্দোলন নিয়ে স্মৃতির গল্পকলা, মিনি ম্যারাথন, আন্দোলন নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, বৃক্ষরোপন কর্মসূচি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, সূফি সাধকের দরগায় মিলাদ মাহফিল, প্রবাসিদের নিয়ে অনুষ্ঠান, শিশু শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী গ্রাফিতি, রচনা প্রতিযোগিতা ও নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, জুলাই যোদ্ধা অভিভাবকদের নিয়ে সম্মেলন, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ, দিনব্যাপী বিজয় কনসার্ট, ফ্যাস্টিট পলায়ন উল্লাস ও চলচ্চিত্র প্রদর্শন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা মোতাবেক জুলাই পুনর্জাগরণে ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ জানান।
আপনার জেলার সংবাদ পড়তে