আমতলীতে ৪০৮০ শিশুর ব্যতিক্রমী জন্মদিন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৭:৫৪ পিএম
আমতলীতে ৪০৮০ শিশুর ব্যতিক্রমী জন্মদিন

জন্মদিন মানেই আনন্দ । আর একসাথে ৪ হাজার ৮০ জন শিশুর জন্মদিন -উৎসবে মেতেছিল  শিশু এবং অভিভাবকরা । বৃহসপতিবার সকালে আমতলী উপজেলা হল রুমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এনএসএস এ ব্যতিক্রমী জন্মদিনের আয়োজন করে। কেক কেটে জন্মদিনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো রোকনুজ্জামান খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার,জাইকার আমতলী উপজেলা কর্র্মকতা মো.মাঈনুল ইসলাম । এ সময় শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় । নাচ ও গানসহ উৎসবমুখর পরিবেশে শিশুরা তদের জন্মদিন পালন করে ।